রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক টেক্সির ওপর, নারীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা শহরের বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র এলাকায় চাল বোঝাই ট্রাক চাপায় মনিরা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে নিহত নারী কুমিল্লার বাসিন্দা হলেও তিনি মানিকছড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাল বোঝাই ট্রাকটি ও একটি সিএনজিচালিত টেক্সি চট্টগ্রাম সড়কের দিক থেকে রাঙামাটি শহরে প্রবেশের সময় টিভি স্টেশন এলাকার পাহাড়ি ঢালু রাস্তায় ট্রাকটি পিছনের দিকে নেমে গেলে পিছনে থাকা টেক্সিটি এর নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে টেক্সির এক যাত্রী মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি টেক্সির ওপর উলটে পড়লে চালকসহ ৫ জন যাত্রীর মাঝে ৪ জন নামতে পারলেও এক নারী যাত্রী নামতে না পারায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ট্রাকের নিচে চাপা পড়া নারী ও টেক্সি উদ্ধার করে।

রাঙামাটির কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ১২ ফেব্রুয়ারি ভোট দেয়ার জন্য মানুষ মুখিয়ে আছে
পরবর্তী নিবন্ধপটিয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু