রাঙামাটিতে নির্মিত হচ্ছে লেকভিউ গার্ডেন

সওজের উদ্যোগ

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা শহরের নান্দনিক ফিসারি ঘাট সড়কের পাশেই গড়ে তোলা হচ্ছে লেকভিউ গার্ডেন। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের রাঙামাটি বিভাগ এটির উদ্যোগ নিয়েছে। বর্তমানে পার্কটি নির্মাণের কাজ শেষ পর্যায়ে। গতকাল বুধবার বিকেলে পার্কের ভেতরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সওজ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান।

এ সময় সওজ চট্টগ্রাম জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদ হোসেন, চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফিন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ সওজের অন্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সওজ রাঙামাটি বিভাগ সূত্রে জানা গেছে, রাঙামাটি লেয়া শহরের ফিসারি ঘাট সংযোগ সড়কে ৬৫০ মিটার দৈর্ঘ্য আয়তনে সওজ লেকভিউ গার্ডেন নির্মিত হচ্ছে। পুরো বাগানে শতাধিক প্রজাতির উদ্ভিদের সংগ্রহশালা করার পরিকল্পনা রয়েছে সওজ’র। সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে।

সওজ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান বলেন, সড়ক বিভাগ সব সময় সড়ক উন্নয়নে কাজ করে আসছে।

সওজের রাঙামাটির নির্বাহী প্রকৌশলীর প্রস্তাবনা অনুযায়ী ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজের উদ্যোগ নেয়া হয়েছে। ৯০ লাখ টাকা ব্যয়ে লেকভিউ গার্ডেনটি নির্মিত হলে রাঙামাটির পর্যটনশিল্পে এটি ভূমিকা রাখবে। প্রকল্পের এ টাকা রাজস্ব খাত থেকে ব্যয় হচ্ছে। লেকভিউ গার্ডেনটি সওজের অধীনে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসওজের ৪৬৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ
পরবর্তী নিবন্ধপেকুয়া থানার তিন মামলায় ৭ দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর