রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া বাজার থেকে রাঙামাটি শহরে যাওয়ার পথিমধ্যে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উেল্ট গেছে। এতে অটোরিকশা থাকায় যাত্রীরা আহত হলেও চালক গুরুতর আহত হয়েছে।
আজ রোববার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে দেপ্পোয়াছড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাগড়া বাজার থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে রাঙামাটি শহরে যাচ্ছিলো। পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মুহুর্তের মধ্যেই দুমড়ে মুছড়ে যায় সিএনজি অটোরিকশাটি। তবে যাত্রীরা প্রাণে বাঁচলেও চালকের মাথায় জখম হওয়ায় রক্তক্ষরণ হয়েছে।