রাঙামাটিতে নতুন মুখ, খাগড়াছড়ি ও বান্দরবানে পুরনোতেই আস্থা

তিন পার্বত্য জেলা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের তিন জেলার মধ্যে খাগড়াছড়িতে আবদুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটিতে দীপেন দেওয়ান এবং বান্দরবানে সাচিং প্রুর নাম বিএনপির দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক দীপেন দেওয়ান এই প্রথমবারের মত রাঙামাটিতে মনোনয়ন পেয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়াকে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ওয়াদুদ ভূঁইয়া এর আগে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওয়াদুদ ভূইয়া ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দলের সিন্ধান্তকে স্বাগত জানিয়েছে দলটির নেতাকর্মীরা।

রাঙামাটি প্রতিনিধি জানান, ২৯৯ নম্বর পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান। দীপেন দেওয়ান সাবেক যুগ্ম জেলা জজ। তিনি ২০০৬ সালে সরকারি চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে আসলেও চাকুরিবিধির কারণে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটে দাঁড়াতে পারেননি। তবে মনোনয়ন পান তাঁর স্ত্রী মৈত্রী চাকমা। সেবার মৈত্রী চাকমা ভোটে হেরে যান। রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি দীপেন দেওয়ান সামাজিক অঙ্গনেও সজ্জন ব্যক্তিত্ব হিসাবে পরিচিত।

বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে রাজপুত্র সাচিং প্রু জেরী এর নাম ঘোষণা করা হয়েছে। সাচিং প্রু জেরী ছাত্র জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন । ১৯৮৬ সালে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মত অংশগ্রহণ করে জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন। ১৯৮৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান পদে জয় লাভ করেন । পরে ১৯৯২ থেকে ১৯৯৬ পর্য়ন্ত টানা চার বছর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পান ২০০৭ সাল থেকে দীর্ঘ ১১ বছরে জেলা বিএনপির সভাপতি হিসেবে দলের দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৪০ কিমি যানজট, যাত্রীদের তিন ঘণ্টার দুর্ভোগ