রাঙামাটিতে ধর্ষণ মামলার প্রধান আসামি সীতাকুণ্ডে গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলায় এক মারমা তরুণীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন মামলার প্রধান আসামি মো. ফাহিমকে (২৫) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাউখালী থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মো. ফাহিম (২৫) কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, গতকাল বুধবার মারমা তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। আমি নিজে অভিযানে ছিলাম। আজ বৃহস্পতিবার আসামিকে আদালতে তোলা হবে। ধর্ষণ মামলার আরেক আসামি রিমন চাকমা ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে কিনা সেটি তদন্ত করে জড়িত হলে তাকে গ্রেপ্তার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফোরাম চট্টগ্রামের সম্ভাব্য প্যানেল ঘোষণা
পরবর্তী নিবন্ধ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য লেনিন আজও প্রেরণার উৎস’