রাঙামাটিতে দেড় কেজি গাঁজাসহ আটক ২

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৭ জুলাই, ২০২৫ at ৬:০৯ অপরাহ্ণ

রাঙামাটিতে দেড় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুর জেলা শহরের হ্যাপির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজন চাকমা (৩০) ও উদ্দীপ চাকমা (২৪)। তারা রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বাসিন্দা।

রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি দৌস মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি সিএনজি ও দেড় কেজি গাঁজাসহ দুইজনকে আটকরা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎস্পৃষ্ট নয়, বলাৎকারের পর হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধবেতন না পেয়ে সড়ক অবরোধ, চট্টগ্রাম ইপিজেডে উত্তেজনা