রাঙামাটিতে দুই মোবাইল দোকানে চুরি, ২৬ লাখ টাকা ক্ষতির দাবি

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটির বনরূপায় দুইটি মোবাইল দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই দোকান থেকে ৮০৯০টি মোবাইল ফোন, নগদ টাকা নিয়ে গেছে চোর চক্র। এতে প্রায় ২৫২৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি দোকানদের। গতকাল শনিবার সকাল ৮টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র বনরুপা বিএম শপিং কমপ্লেক্স২ এর দ্বিতীয় তলায় অবস্থিত ফিক্সেল গ্যালারি ও নিউমিউ রাঙামাটি নামের দুই দোকানে চুরির ঘটনা ঘটে।

নিউমিউ রাঙামাটির মালিক মো. তাহের জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান তারা। সকালে দোকানে এসে দেখতে পান স্যাটায়ের তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে দেখেন দোকান থেকে স্যামসাং, অপ্পো, শাওমি, ভিভো, নকিয়া, হুয়াইওয়েসহ ৬টি ব্যান্ডের ৮০৯০টি নতুন মোবাইল, ক্যাশবক্স ভেঙে নগদ টাকাসহ প্রয়োজনীয় কিছু কাগজ ও জিনিসপত্র চুরি হয়ে গেছে। চুরির ঘটনায় দুই দোকানের ২৫২৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।

রাঙামাটির কোতোয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, চুরির ঘটনার পর পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজসহ যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধসাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান
পরবর্তী নিবন্ধকক্সবাজারের রিপা এবার খেলবেন ভুটানের ক্লাবে