রাঙামাটিতে দুই ইটভাটা বন্ধের নির্দেশ, ৪ লাখ টাকা জরিমানা

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৪:৪৫ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলায় অবৈধ দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা বন্ধের নির্দেশ ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের বিআরবি ব্রিকস ও এমবিবি ব্রিকসে অভিযান চালিয়ে দুইটি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটাগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। পরে ইটভাটা বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে।

উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে, সোমবার জেলার রাজস্থলী উপজেলায় দুইটি ইটভাটা বন্ধ ও ১ লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে অস্ত্রসহ দুই যুবককে ধরে পুলিশে দিল জনতা