ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙামাটির ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি অবস্থিত দুর্গম এলাকায়। এসব কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম ও কর্মীদের হেলিকপ্টারে আনা–নেয়া করা হয়। এছাড়া, এসব কেন্দ্রের বেশিরভাগ মোবাইল নেটওয়ার্কের বাইরে হওয়ায় ভোটের ফলাফল প্রকাশেও দেরি হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেলিসর্টি কেন্দ্র ছিল ১৮টি; এবার তা দুটি বেড়ে ২০টি হয়েছে। রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জেলার ১০টি উপজেলা, দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
নির্বাচন অফিস জানিয়েছে, দুর্গম ২০টি ভোটকেন্দ্রের মধ্যে রয়েছে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ির ছয়টি, বরকল উপজেলায় দুইটি, জুরাছড়ি উপজেলায় সাতটি এবং বিলাইছড়ি উপজেলার পাচঁটি।
রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, গতবারের চেয়ে এবারে দুটি হেলিসর্টি কেন্দ্র বেড়ে ২০টি হয়েছে। এসব কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট জনবল হেলিকপ্টারে আনা–নেয়া করা হবে।












