রাঙামাটিতে যৌথ বাহিনীর অভিযানে তেলের গাড়ি থেকে অভিনব কায়দায় লুকানো ৩৩৮ পিস কাঠ আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পাচারকালে এসব কাঠ আটক করা হয়।
এসময় গাড়ির চালক আব্দুর শুক্কুরকেও আটক করা হয়।
পরে বনবিভাগের কাছে গাড়ি, কাঠ ও চালককে হস্তান্তর করে যৌথ বাহিনী।
বন বিভাগ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে তেলের গাড়িতে করে গোদা ও চাপালিশ কাঠ পাচারকালে মানিকছড়ি চেকপোস্টে যৌথবাহিনী গাড়ি চেক করে ২৩৪.৭১ ঘনফুট কাঠ উদ্ধার করে। এসব কাঠের বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা।
আটক চালকের সাথে কথা বলে কারা এসব কাঠ পাচার করছে তাদের নাম জানা গেছে। শীঘ্রই তাদের বিরুদ্ধেও মামলা দেয়া হবে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুর জামান শাহ বলেন, “আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।”












