রাঙামাটি জেলা শহরের রেডিও স্টেশন এলাকায় কাঠ বোঝাই ট্রাক ও পণ্যবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে দুটি যানবাহনের চালকসহ তিনজন আহত হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, একটি কাঠ বোঝাই ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল ও বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান রাঙামাটি শহরের দিকে আসছিল। এসময় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুই পরিবহনের চালকসহ তিনজন আহত হন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
আহতরা হলেন- ট্রাকচালক মো. রিয়াজ (৩০), কাঠের চালানদার মো. জসিম উদ্দিন (৩৩) ও কাভার্ডভ্যান চালক মো. আকতার হোসেন (২৯)।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) সারোয়ার মো. পারভেজ জানান, মুখোমুখি সংঘর্ষে দুইজন চালকসহ মোট তিনজন আহত হয়েছেন।