রাঙামাটিতে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১২:৫৪ অপরাহ্ণ

রাঙামাটি জেলা শহরের রেডিও স্টেশন এলাকায় কাঠ বোঝাই ট্রাক ও পণ্যবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে দুটি যানবাহনের চালকসহ তিনজন আহত হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, একটি কাঠ বোঝাই ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল ও বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান রাঙামাটি শহরের দিকে আসছিল। এসময় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুই পরিবহনের চালকসহ তিনজন আহত হন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

আহতরা হলেন- ট্রাকচালক মো. রিয়াজ (৩০), কাঠের চালানদার মো. জসিম উদ্দিন (৩৩) ও কাভার্ডভ্যান চালক মো. আকতার হোসেন (২৯)।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) সারোয়ার মো. পারভেজ জানান, মুখোমুখি সংঘর্ষে দুইজন চালকসহ মোট তিনজন আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধলিডার্স স্কুল এন্ড কলেজ মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ফেনসিডলসহ দুই ব্যক্তি আটক