রাঙামাটিতে ট্যুরিস্ট বোটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:১৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে চলাচলকারী একটি পর্যটকবাহী বোটে (ট্যুরিস্ট বোট) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে কাপ্তাই হ্রদের কাইন্দারমুখ এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় চাঁদপুর থেকে আসা ট্যুরিস্ট বোটের ৬ পর্যটক নিরাপদে শহরে ফিরেছেন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকা ঘুরে কাপ্তাই হ্রদে বেড়াতে এসে তারা এই অনাকাক্সিক্ষত ঘটনার মুখোমুখি হয়েছেন।

রাঙামাটি পর্যটন বোট ঘাটের ব্যবস্থাপক মো. রমজান আলী জানান, ‘দুপুরে কাপ্তাই হ্রদে একটি ট্যুরিস্ট বোটে আগুন দেওয়া হয়েছে। বোটটির মালিক আলাউদ্দীন টুটুল নামের একজন। কে বা কারা কেন এই ঘটনাটি ঘটিয়েছে; এটি চালকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যেত। এখনো চালকের সঙ্গে কথা বলতে পারিনি।’

রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. জহিরুল আনোয়ার বলেন, ‘আজ দুপুরে কাপ্তাই হ্রদের পেদা টিংটিং রেষ্টুরেন্টের কাছাকাছি এলাকায় স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারী ট্যুরিস্ট বোটটিকে থামায়। পরে বোট চালকের কাছে টাকা দাবি করলে সে টাকা দিতে না পারলে বোটে থাকা পর্যটকদের মোবাইল ফোন নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ পর্যটকদের উদ্ধার করেন আনেন। আক্রান্ত পর্যটকরা চাঁদপুর থেকে বেড়াতে এসেছিলেন।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু বলেন, ‘ট্যুরিস্ট বোটে ৬-৭ পর্যটক ছিলেন। তাদের উদ্ধার করে আনা হয়েছে। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ চলমান রয়েছে।’

এদিকে, ঘটনা প্রসঙ্গে জানতে কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিনকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর সেই আ.লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধজীবনের শেষ খেলা খেলে না ফেরার দেশে হাটহাজারীর মান্নান