রাঙামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ৮:৫০ অপরাহ্ণ

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের রূপবান গ্রামে কমল বিকাশ চাকমা (৪৮) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় রূপবান বাজারের একটি দোকানে ঢুকে সশস্ত্র একদল দুর্বত্ত তাকে লক্ষ্য করে গুলি করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা গেছে, গুলিতে নিহত কমল বিকাশ চাকমা রাঙামাটি সদর উপজেলার ঢেবাছড়া গ্রামের জগন্নাথ চাকমার ছেলে। কমল বিকাশ চাকমা জনসংহতি সমিতির পক্ষে ওই এলাকায় চাঁদা সংগ্রহ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যদিও এ ঘটনায় জনসংহতি সমিতির (জেএসএস) বক্তব্য জানা যায়নি।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, বুধবার বিকেলে সুবলং এলাকায় পাহাড়ি দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে হতাহতের খবর শুনেছি। কিন্তু ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী গিয়ে সেখানে কারো লাশ কিংবা আহত কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কোনো পক্ষ থেকে অভিযোগ বা মামলাও করা হয়নি।

এদিকে, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে ফেসবুকে এক পোস্টে জনসংহতি সমিতির (জেএসএস) লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা লেখেন, “১২ মার্চ (বুধবার) বিকাল ৪টার সময় বরকল উপজেলার সুবলং ইউনিয়নের অন্তর্গত রূপবান দোকান/বাজারে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীরা এসে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে কমল বিকাশ চাকমাকে হত্যা করে চলে যায়। এতে পাগলীছড়া নিবাসী বিমল কান্তি চাকমাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে এলাকাবাসির সূত্রে জানা যায়।”

সুবলং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বলেন, গতকাল বিকালে রুপবান বাজারে একজনকে গুলিকে মারা হয়েছে। তবে কে বা কারা করেছে সেটা জানি না। তবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিটি কোন একটা আঞ্চলিক দলের লোক হবে।

পূর্ববর্তী নিবন্ধরাজস্থলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে মৃত কর্মচারীর পেনশনের টাকা আত্মসাৎ