রাঙামাটিতে চেঙ্গী নদীর স্রোতে ভেসে শিশুর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ৮:৫০ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চেঙ্গী নদীর স্রোতে ভেসে শ্রেষ্ঠ চাকমা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুর মারা এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নদীতে ডুবে মৃত শ্রেষ্ঠ চাকমা ওই এলাকার বাসিন্দা পেশায় সিএনজি অটোরিকশা চালক মৃদুল চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে নদীর পাশে মাঠে খেলতে যায় শ্রেষ্ঠ চাকমা। খেলার এক পর্যায়ে সে চেঙ্গী নদীর স্রোতে কবলে পড়ে ভেসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরাফাত হোসেন জানান, হাসপাতালে শ্রেষ্ঠ চাকমা নামের তিন বছরের বাচ্চাকে আনা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক দেখভাল করে তাকে মৃত ঘোষণা করে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালী কক্সবাজার নৌপথে বোট দুর্ঘটনায় নিখোঁজ ২
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বাবা-মায়ের কবর জেয়ারত ধর্ম উপদেষ্টার