রাঙামাটিতে ঘরে আটকা পড়া দুই শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

রাঙামাটি শহরের আমানতবাগ এলাকায় একটি কক্ষের ভেতর আটকা পড়া দুই শিশুকে জানালার গ্রিল কেটে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবামায়ের অনুপস্থিতিতে তিন বছর ও এক বছর বয়সী দুই শিশু অসাবধানতাবশত ঘরের দরজার ছিটকিনি আটকে দেয়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও দরজা খুলতে না পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ পরিদর্শক মুর্শিদুল ইসলামের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে শিশুদের সুস্থ অবস্থায় উদ্ধার করে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক মুর্শিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত শিশুরা ভেতর থেকে ছিটকিনি আটকে দিয়েছিল। খবর পাওয়ার পরপরই আমাদের টিম গিয়ে জানালার গ্রিল কেটে তাদের নিরাপদে বের করে আনে। বর্তমানে শিশুরা সুস্থ আছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় চুরির ১২ ঘণ্টার মধ্যে টেক্সি উদ্ধার, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব