রাঙামাটিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৮ দফা দাবি

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগসহ ৮ দফা দাবিতে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাঙামাটিখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন চালান। এ সময় সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে প্রায় শতাধিক যানবাহন আটকে পড়ে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ৮ দফা দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু দাবি বাস্তবায়নের বদলে শুধু আশ্বাস দেওয়ায় বাধ্য হয়ে সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন। পরবর্তীতে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অবস্থান করেন। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ৮ দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় এসে পরে আবার প্রতিষ্ঠানের ভেতরে গিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য, সারাদেশে ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায়, গত বুধবার একই দাবি নিয়ে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধ১০ লেন প্রকল্পে অর্থের উৎস খুঁজছে সরকার
পরবর্তী নিবন্ধখাল খননে দেরি, লবণ মাঠে নেই পানি