রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে কাঠ বোঝাই একটি ছয় চাকার ট্রাক্টর উল্টে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় ট্রাক্টর চালকসহ আহত হয়েছেন আরও তিন শ্রমিক। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি ২ নম্বর রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়ীয়া নামক এলাকায় পিকআপ ভ্যানর ধাক্কায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
রাঙামাটির দুর্ঘটনায় নিহত শ্রমিকেরা হলেন নিবারণ চাকমা (২৫), নোওচান চাকমা (৪৫) ও রেজ্জোউদো চাকমা (৩০)। আহতরা হলেন– সুমন চাকমা, সোহেল চাকমা ও দোলনেয়ে চাকমা। নিহত–আহত সবাই বাঘাইছড়ি ইউনিয়নের বড় কচুছড়ি এলাকার বাসিন্দা। এর মধ্যে নোচান চাকমা নিবারণ চাকমার ভগ্নিপতি।
বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি গ্রামের বাসিন্দা কিটন চাকমা জানান, দুপুরে কাঠ বোঝাই করে যাওয়ার পথে গাড়িটি উগলছড়ি রাবার বাগান এলাকায় উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। উগলছড়ি গ্রামের আরেক বাসিন্দা প্রিয় বিকাশ চাকমা বলেন, দুপুর আড়াইটার দিকে উগলছড়ি দুই নাম্বার রাবার বাগান এলাকায় ট্রাক্টর উল্টে গিয়ে ঘটনাস্থলে তিনজন মারা গেছেন এবং চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। এরমধ্যে দুইজনকে ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং একজনকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তারা সবাই বড় কচুছড়ি এলাকার বাসিন্দা।
তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার জানান, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে বারৈয়াঢালা এলাকায় পিকআপ ভ্যানর ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়ীয়া নামক এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতের নাম মো. আবুল হোসেন (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন আবুল হোসেন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কলাবাড়ীয়া এলাকার সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে তিনিসহ আরো দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. ফারুক বলেন, ঘাতক পিকআপ ভ্যানটি আটক রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত ব্যক্তি সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা মৃত হাফিজুর রহমানের ছেলে।