রাঙামাটিতে নতুন করে আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাঙামাটিতে নমুনা পরীক্ষা করেছেন ৮৫ জন, এরমধ্যে ৬ জনের পজিটিভ আসে। আক্রান্তদের ১ জন রাঙামাটি সদর, বাঘাইছড়ি ৩ জন এবং ২ জন রাজস্থলী উপজেলার বাসিন্দা।
রাঙামাটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৯৫ জন, সুস্থ হয়েছেন ১,৫১৬ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ১৯ জন। সর্বশেষ গতকাল চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় কাউখালী উপজেলার বাসিন্দা ৭০ বছরের বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। রাঙামাটিতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ১১,৬৮১ জন। এরমধ্যে নেগিটিভ এসেছে ১০,০৮৬ জনের। রাঙামাটির সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বলেন, মানুষের অসচেতন চলাফেরা, স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাঙামাটিতে করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৪০,৩৫৫ জন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩২,৬০২ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮,৮৮১ জন।