পার্বত্য জেলা রাঙামাটির আসামবস্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন–এপিবিএনের প্রথম পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ফিতা কেটে আসামবস্তি এপিবিএন পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন ১৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
এরপর এপিবিএন অধিনায়ক মো. মাহফুজ আফজালকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে রাঙামাটিতে প্রথম এপিবিএন ক্যাম্পের যাত্রা শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে ১৮ এপিবিএনের সহ–অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, সঞ্জয় দে, সালাহউদ্দিন মিয়া, আনিসুর রহমান, দেবদুলাল ধর, আসামবস্তি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. নুরুল্লাহসহ এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন।










