রাঙামাটিতে এনসিপির ৭৬ সদস্যের আহ্বায়ক কমিটি

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:০০ পূর্বাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটিতে ৭৬ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আহ্বায়ক কমিটিতে বিগত জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমাকে আহ্বায়ক করা হয়েছে। তবে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন নতুন মুখ মোহাম্মদ শোয়াইব। যিনি এর আগে জেলা সমন্বয় কমিটিতে ছিলেন না। সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন উজ্জ্বল চাকমা।

গতকাল মঙ্গলবার রাত ৭টার জাতীয় নাগরিক পার্টিএনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সই করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

ঘোষিত নতুন জেলা আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন শহীদুল ইসলাম খানসহ আরও ৬ জন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন নবাশীষ চাকমা। যুগ্ম সদস্য সচিব রয়েছেন শ্যামল চক্রবর্তীসহ ৫ জন। এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দিবাকর চাকমা, মো. সাহেদুল ইসলাম শাকিলসহ ৬জন। সহসাংগঠনিক সম্পাদক পদেও রাখা হয়েছে ৬ জন। তবে দপ্তর সম্পাদক পদে প্রনব চাকমা এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাগরিকা চাকমা।

এনসিপি রাঙামাটি জেলার নতুন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল চাকমা বলেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যার পর কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা ও জনসম্পৃক্ত কাজ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধবিষমুক্ত ফসল উৎপাদনে ৪০ কৃষক
পরবর্তী নিবন্ধবাংলাদেশি ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি