রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার : আইএসপিআর

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ১২:০৭ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ে ‘ইউপিডিএফের আস্তানায়’ সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (২৯ জুলাই) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়। একে ৪৭ ও রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 

তবে এ বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামকে নতুন করে একটা অশান্ত পরিস্থিতি তৈরি করার জন্য এবং পার্বত্য চট্টগ্রামে মানে সশস্ত্র তৎপরতা রয়েছে এগুলো দেখানোর জন্য এই নাটকগুলো করা হচ্ছে। এগুলো সাজানো নাটক।’

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট-ক্রিম জব্দ, ২ যাত্রী আটক
পরবর্তী নিবন্ধজেলে ছদ্মবেশে মাদক পাচারকালে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক