রাঙামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাঙামাটি জেলা আহলে সুন্নাতের আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আহলে সুন্নাতের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় আহলে সুন্নাতের মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার। জেলা আহলে সুন্নাতের সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মুছা মাতব্বর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, একেএম মকছুদ আহম্মদ ও সাখাওয়াত হোসেন রুবেল। স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা জসিম উদ্দিন নুরী। আখতার হোসেন চৌধুরীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা হাফেজ ক্বারী সুলতান মাহমুদ আল ক্বাদেরী, মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, নাছির উদ্দিন, আনোয়ার মিয়া বানু, সাব্বির আহমদ ওসমানী, মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, আবদুল হালিম ভোলা সওদাগর ও আবু জাফর সওদাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।