রাঙামাটিতে আসল আনসারের হাতে ভুয়া আনসার সদস্য আটক

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:১৮ অপরাহ্ণ

রাঙামাটি শহরে রুবেল চাকমা (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শহরের আমানতবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়ার অনিল কুমার চাকমার ছেলে।

রাঙামাটি আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, রুবেল চাকমা আনসার বাহিনীর ইউনিফর্ম (পোশাক) পরিধান করে ফেসবুকে ছবি পোস্ট দিয়ে প্রথমে মানুষের বিশ্বাস অর্জন করতেন। পরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করতেন। এভাবে চাকরি প্রতিশ্রুতি দিয়ে শান্তু চাকমা, বাচ্চুমনি চাকমা ও বিপলন চাকমা তিনজনের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা নেন। নির্ধারিত সময়েও চাকরি না পেয়ে ভূক্তভোগী তিনজনে আনসার ব্যাটালিয়ন সংস্থাকে জানায়।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, রুবেল চাকমা আনসার ব্যাটালিয়নের কোনো সদস্য নেই। কিন্তু ভুয়া পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরা ছবি ফেসবুকে পোস্ট দিতেন। ব্যাটালিয়নে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিতেন। অভিযোগের ভিত্তিতে রাঙামাটি শহরের আমানতবাগ এলাকা থেকে রুবেল চাকমাকে আটক হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তিন থানায় ওসি পদে রদবদল
পরবর্তী নিবন্ধরাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে চট্টগ্রামের যুবকের মরদেহ উদ্ধার