রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এতে রাঙামাটি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজ। ফাইনালে রাঙ্গামাটি বিএম ইনস্টিটিউটকে ১০ গোলে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন শিজক কলেজের কৌশল চাকমা। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন রাঙ্গামাটি সরকারি কলেজের নয়ন বাবু তঞ্চঙ্গা। গত ৩ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের পুরস্কার বিতরন গতকাল ৬ ডিসেম্বর বিকালে রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন। রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার (.দা.) হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক এস,আই,এম ফেরদৌউস আলম, রাঙামাটি বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসোসাইটি ক্লাব মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিজেকেএস হকি টুর্নামেন্ট শুরু উদ্বোধনী দিনে ২টি খেলা অনুষ্ঠিত