রাঙামাটিতে আনসার কমান্ডার ও দলনেতাদের মাঝে সাইকেল বিতরণ

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ৩:২৩ অপরাহ্ণ

রাঙামাটির সকল উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডাার ও ইউনিয়ন দলনেতা/দলনেত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটি শহরের জেলা আনসার ভিডিপি কার্যালয়ে সাইকেল বিতরণ করেন রাঙামাটি জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট (অতি: দায়িত্ব) মো. তরফদার আলমগীর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল মোমতাকিন।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট (অতি: দায়িত্ব) মো. তরফদার আলমগীর হোসেন বলেন, “পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কার্যক্রমকে দূরীভূত করার জন্য এবং এলাকাকে সন্ত্রাসমুক্ত রাখার জন্য আইনশৃংখলা বাহিনীকে দ্রুত তথ্য প্রদানের জন্য সকল আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের এ সাইকেল বিতরণ করা হচ্ছে।”
তিনি বলেন, “এ পার্বত্য রাঙামাটিতে ২,৯৭০ জন হিল ভিডিপি, ১২০ জন হিল আনসার, ৬টি ব্যাটালিয়ান রয়েছে। প্রত্যেকটি ব্যাটালিয়ানে ৪০৪ জন করে সৈনিক আছে। আমাদের অস্ত্রভিত্তিক প্রশিক্ষণ ও মৌলিক প্রশিক্ষণ এবং এর বাইরে আরো বিভিন্ন কারিগরী প্রশিক্ষণে প্রশিক্ষিত সদস্য রয়েছে। সেই কাজের বিনিময়ে আজকের এই সাইকেল বিতরণ কার্যক্রম।”
উল্লেখ্য, রাঙামাটি জেলার সর্বমোট ২৯ জন পুরুষ ও ৪ মহিলা দলনেতা/দলনেত্রীর মাঝে এ সাইকেল বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে গরীবদের মাঝে অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধসিনহা হত্যা মামলা অবৈধ দাবি করে রিভিশন