মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে পতাকা র্যালি।
আজ বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙামাটি জেলা কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ভেদভেদীস্থ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসের সামনে এসে সমাপ্ত হয়।
এ র্যালিতে নেতৃত্ব দেন জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) ফয়জুল বারী।
পতাকা র্যালির শুরুতে জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) ফয়জুল বারী বলেন, “মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রত্যেকটি জেলায় ৪১টি ব্যাটালিয়ানে একসাথে এ পতাকা র্যালি নিয়ে ৫০ মিনিট র্যালি করা হবে।
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমানের নির্দেশনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরন্তর কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।”
এসময় সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুল মোন্তাকিম সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ও ভিডিপির প্রায় ৫০ সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।