রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় আগুনে পুড়লো ৩ বসতঘর। এতে আহত হয়েছে একজন। গতকাল বুধবার দুপুরে তবলছড়ি এলাকায় ধনমিয়া পাড়ায় হাসিনা বেগমের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, হঠাৎ চিৎকার শুনে দ্রুত বের হয়ে দেখি ভাড়াটিয়া হাসিনা বেগমের বাসা থেকে ধোয়া বের হচ্ছে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ–পরিচালক মো. দিদারুল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩টি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।
প্রাথমিকভাবে হাসিনা বেগমের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি। আগুনে দুই মালিকের মোট তিনটি ঘর পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে।












