রাঙামাটিতে আগুনে পুড়েছে ১০ বসতঘর

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৫:২২ অপরাহ্ণ

রাঙামাটি শহরের তবলছড়ির ওয়াপদা কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওয়াপদা কলোনিতে কাপ্তাই হ্রদের পাড়ে গড়ে ওঠা বসতিতে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর নবী জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে বাড়ির মালিক ও ভাড়াটিয়া মিলে ১০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিম্ন আয়ের মানুষ বলে জানান ওয়ার্ড কাউন্সিলর নুর নবী।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষার্থীদের কথা চিন্তা করে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সেতুমন্ত্রীর
পরবর্তী নিবন্ধচবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের চেয়ে ফেল বেশি