রাঙামাটিতে আগুনে পুড়ল ১১ দোকান ঘর

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১টি দোকান ঘর। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে যেসব দোকানপাট পুড়েছে, সেগুলোর পেছনে বাসাবাড়ি থাকায় সব হারিয়ে নিঃস্ব ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, বিকালে ৩টার দিকে মাইনীমুখ বাজারে অগ্নিকাণ্ডে আনুমানিক ১১টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী ও স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৪০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের রান্না ঘর থেকে আগুন সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একটু সময় লাগবে বলে তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে কাটা হল সেই মরা তুলা গাছটি
পরবর্তী নিবন্ধহাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা