রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দুই বসতঘরের মালিক মো. হেদায়েতুল ইসলাম বাচ্চু ও মো. সেন্টু। এলাকাবাসী জানান, গতকাল সকালে বাচ্চুর বাসা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে যতটুকু জানতে পেরেছি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে।