রাঙামাটিতে আগুনে পুড়ল দুই বসতঘর

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১:১০ অপরাহ্ণ

রাঙামাটি জেলা শহরের রিজার্ভমুখ এলাকায় আগুনে দুইটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

এতে পুড়ে যায় দুইটি বসতঘর। পুড়ে যাওয়া দুই বসতঘরের মালিক মো. হেদায়েতুল ইসলাম বাচ্চু ও মো. সেন্টু।

এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৯য়টার দিকে মো. হেদায়েতুল ইসলাম বাচ্চুর বাসা থেকে আগুনের সূত্রপাত। পড়ে ফায়ার সার্ভিসকে ফোন করা হলে, ফায়ার সার্ভিস এসে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. হেদায়েতুল ইসলাম বাচ্চু বলেন, আমরা আগুনের সূত্রপাত কোথা থেকে তা বলতে পারছি না। আমার ছোট মেয়ে এসএসসি পরীক্ষার্থী। তাকে নিয়ে তার মা পরীক্ষাকেন্দ্রে গেছে। বাসায় কেউ ছিল না। মেয়ের সব বই, পুড়ে গেছে। বাসার সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করা যায়নি।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আগুনের সূত্রপাত কিভাবে তা আমরা এখনো বলতে পারছি না। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরুপন করতে পারিনি।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবারো হাটহাজারীতে মেছোবাঘ উদ্ধার
পরবর্তী নিবন্ধবাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় বসলো কাপ্তাইয়ের মেমেসিং