রাঙামাটিতে আওয়ামী লীগের ৩ কর্মীকে অপহরণের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলা আওয়ামী লীগের ৩ কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরের দিকে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড় আমছড়ি এলাকা থেকে তিন কর্মীকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। অপহৃতরা হলেন চাখিয়াই মং মারমা (২২), বাদো মারমা (৩০) ও চিংথোয়াই প্রু মারমা (২৫)। এরা তিনজনেই উপজেলার কলমপতি ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী। কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ক্যজাই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের তিন কর্মীকে অপহরণের খবর পেয়েছি। দুপুরের দিকে তাদেরকে নিয়ে গেছে। আমরা ধারণা করছি এ ঘটনার সঙ্গে ইউপিডিএফ জড়িত। এলাকাটি দুর্গম হওয়ায় বিস্তারিত খবর নিতে সময় লাগছে।

স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের পক্ষ থেকে তিন আওয়ামী লীগ কর্মীকে সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করার জন্য নিষেধ করা হয়েছে। কিন্তু তারা দলের হয়ে কাজ করায় এ ঘটনা ঘটেছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ ইমরান (অপরাধ) বলেন, এ বিষয়ে জানি না কিছু। আমরা এখনো কোন অভিযোগ পাইনি।

অপহরণের অভিযোগের বিষয়ে ইউপিডিএফের মুখ্য সংগঠক অঙগ্য মারমা বলেন, অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ঘটনার সঙ্গে ইউপিডিএফ জড়িত নয়। পার্বত্য চট্টগ্রামের মানুষ যে নির্বাচনের ভোট বর্জন করেছে এবং বিভিন্ন কেন্দ্রে ভোট শূন্য পড়েছে সেটিকে ঢাকতে ইউপিডিএফের বিরুদ্ধে নাটক সাজানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে ৫ দিন ধরে নিখোঁজ ১৩ মাঝিমাল্লা
পরবর্তী নিবন্ধবাঁশখালী পৌর কাউন্সিলর গফুরের ৩ বছরের কারাদণ্ড