রাঙামাটিতে অস্ত্রসহ চাঁদাবাজ আটক

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:৫৯ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ রনজিৎ কুমার তঞ্চঙ্গ্যা (৬১) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রঘানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। ওসি বলেন বুধবার দিনগত রাতে যৌথবাহিনীর একটি দল কাপ্তাইয়ের লম্বাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে রনজিৎ কুমার তঞ্চঙ্গ্যা নামের এক ব্যক্তিকে আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড এ্যামুনিশন, একটি ব্যাগ, একটি চাকু, একটি জাতীয় পরিচয়পত্র, তিনটি মোবাইল ও চার্জার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে থানায় হস্তান্তর করা হয় বলে ওসি জানান।
ওসি আরও বলেন তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপের লিডার এবং সক্রিয় চাঁদাবাজ। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্কের সোনালী অধ্যায় অতিক্রম করছে ভারত-বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচাম্বলের ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর শপথ গ্রহণ