রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটির সদর উপজেলার খারিক্ষং এলাকা থেকে প্রশান্ত তঞ্চঙ্গ্যা (৫২) নামে এক ইউপিডিএফ কর্মীকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তাবাহিনী। সে গুইছড়ির বাসিন্দা মৃত চিরঞ্জীব তঞ্চঙ্গ্যার পুত্র।
পুলিশ ও নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোর রাতে সদর উপজেলার খারিক্ষ্যং এলাকার গুইছড়িতে নানিয়ারচর জোনের অধীনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রশান্ত তঞ্চঙ্গ্যার নিজ বাড়ি থেকে ১টি পিস্তল, ২টি এম্যুনেশন, ৪টি নোটবুক, জাতীয় পরিচয়পত্রের কপি, ওয়াকিটকি সেট-১টি, ২টি মোবাইল, ২টি চাঁদার রশিদ বই পাওয়া যায়। সে আঞ্চলিক দলের ইউপিডিএফের সক্রিয় কর্মী হয়ে চাঁদাবাজি, খুনের সাথে লিপ্ত ছিল। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম খারিক্ষং থেকে একজনকে অস্ত্রসহ আটকের সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধভাসমান মানুষের জন্য দুই টাকায় ইফতার
পরবর্তী নিবন্ধচবিতে বৈসাবি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব