রাঙামাটি শহরের শিমুলতলী এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অভিযোগে কাঞ্চন দাশ নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কাঞ্চন দাশ শহরের কালিন্দীপুর এলাকার সমির দাশের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) এর বিধান লঙ্ঘন করেছে। এ অপরাধে কাঞ্চন দাশকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আর মাটি কাটবেন না, এই অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, রাঙামাটি সদরে কারো বিরুদ্ধে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ বা তথ্য পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।