রাঙামাটিতে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ কাঠ আটক

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ মে, ২০২১ at ৮:১৭ অপরাহ্ণ

রাঙামাটিতে অভিনব কায়দায় ট্রাকের বডির ভিতরে (ট্রাকের বডি বক্স সিস্টেম) অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ কাঠ আটক করেছে সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার (১৩ মে) সকালে ঘাগড়ার চম্পাতলী বটতল এলাকায় ২০ রাঙামাটি সদর জোনের অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে ঘাগড়া বাজার আর্মি ক্যাম্পের চেকপোস্টের দায়িত্বরত সেনা সদস্যরা এ বিপুল পরিমাণ কাঠ আটক করে।
জানা গেছে, রাঙামাটি থেকে চট্টগ্রামগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২৩৮২২) থেকে চোরাই কাঠ বোঝাই ট্রাকটিকে আটক করা হয়। কাঠ আটকের সময় গাড়ির ড্রাইভার পলিয়ে যায়।
এতে ২৮৬ ঘনফুট কাঠ রয়েছে যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
আটককৃত চোরাই কাঠ সহ ট্রাকটি রাঙামাটি জোন সদর প্রশিক্ষণ মাঠে নিয়ে আসা হয় এবং আজ দুপুরে বনবিভাগকে হস্তান্তর করা হয়।
ট্রাক থেকে কাঠগুলো নামাতে গিয়ে দেখা গেছে, ট্রাকের বডির নিচের অংশে বিশেষ বাক্স রয়েছে। গাড়ির উপরে খালি থাকলেও গাড়ির বডির ভিতরে ছিল বিপুল পরিমাণ চেরাই করা কাঠ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অবৈধ কাঠ ব্যবসার সিন্ডিকেটের সাথে অজ্ঞাতনামা কয়েকজন কাঠ ব্যবসায়ী অবৈধ চেরাই ও গোল কাঠ রাঙামাটি থেকে অভিনব কায়দায় বিভিন্ন সময় পাচার করে আসছে। তারই ধারাবাহিকতায় উক্ত সিন্ডিকেটের সদস্যরা ভোর রাতে ট্রাকের নিচে অবৈধ চেরাই কাঠ পাচারের সময় ঘাগড়া বাজার আর্মি ক্যাম্পের চেকপোস্টের দায়িত্বরত সেনা সদস্যরা এ বিপুল পরিমাণ কাঠ আটক করে।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, “এ ব্যাপারে বন আইনে মামলা করা হবে। এতে ২৮৬ ঘনফুট কাঠ রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধবিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ঈদের দিন ‘ফরেন হার্ট’
পরবর্তী নিবন্ধ“মুখ বন্ধ করতেই মুসাকে সরিয়ে দেওয়া হলো?”