রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের হাফ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে নগদ অর্থ, কম্বল ও চাল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার কুতুকছড়ি হাফ বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের হাতে ৫ হাজার করে নগদ অর্থ, কম্বল ও চাল তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন দেওয়ান, কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান সরোজ চাকমা,সাবেক চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা ও ইউপি মেম্বারগন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে নগদ অর্থ, কম্বল ও চাল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পড়ালেখা যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য উপজেলা প্রশাসন হতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধপার্লামেন্ট ভেঙে দিল পাকিস্তান, এরপর কী