রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থকে ঘর করে দিল সেনাবাহিনী

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৬:১১ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের আওতাধীন ডানে বাইবাছড়া এলাকার দুপচোখা চাকমার বসবাসের ঘরটি গত ২২ ডিসেম্বর অগ্নিকাণ্ডে পুড়ে যায়। দুপচোখা চাকমা অত্যন্ত দরিদ্র হওয়ায় বসবাসের জন্য নতুন ঘর তৈরি করা তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে।
বিষয়টি বাঘাইহাট জোন কমান্ডারের দৃষ্টিগোচর হলে ক্ষতিগ্রস্থ দুপচোখা চাকমার পরিবারের জন্য চাউল, আটা, তেল, চিনি, ডাল এবং অন্যান্য
দ্রব্যসামগ্রী প্রদান করেন এবং দুপচোখা চাকমা এর জন্য নতুন ঘর তৈরির জন্য উদ্যোগ গ্রহণ করেন।
পরবর্তীতে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নির্মিত ঘরটি আজ রবিবার(১০ জানুয়ারি) সকাল ১০টায় বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. হুমায়ুন কবির উপস্থিত থেকে নবনির্মিত ঘরটি ক্ষতিগ্রস্থ দুপচোখা চাকমার কাছে হস্তান্তর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট সেনা জোনের জেডএসও মেজর নাহিয়ান আহমেদ, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. রশিদ-উর-রহমান। স্থানীয় সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন), বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞানজ্যোতি চাকমা, সাজেক আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. জুয়েল, ইউপি সদস্য দয়াধন চাকমা, বাঘাইহাট বাজারের সভাপতি ডা. নাজিম, ডানে বাইবাছড়া এলাকার প্রবীণ ব্যক্তি বিমল কান্তি (হৃদবাবু) চাকমা, গংগারাম এলাকার কারবারী জ্যোতিলাল চাকমা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে নতুন ঘর নির্মাণ করে দেয়ায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানায় এলাকাবাসী। অন্যদিকে দরিদ্র মানুষের প্রতি এ ধরনের উদ্যোগ ও কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধনৌকা প্রতী‌কে রেজাউল‌কে সমর্থন জানাল মহানগর জাতীয় পা‌র্টি
পরবর্তী নিবন্ধতারেক রহমানের রাজনৈতিক অগ্রযাত্রা ঠেকানো যাবে না : রাশেদ খান