রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ১১:৪৬ পূর্বাহ্ণ

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া এলাকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ।

ওসি বলেন, সকালে সোয়ো ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে দিকে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।

পূর্ববর্তী নিবন্ধনারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ ও এর প্রাসঙ্গিকতা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিয়ের ১ বছর পর প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার