চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ রাগবি ফেডারেশনের সহযোগিতায় গতকাল ১৮ ডিসেম্বর সকালে সিজেকেএস কনফারেন্স রুমে রাগবি রেফারীজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান। বাংলাদেশ রাগবি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও সিজেকেএস রাগবি কমিটির চেয়ারম্যান আ.ন.ম. ওয়াহিদ দুলাল এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজেকেএস রাগবি কমিটির যুগ্ম সম্পাদক কল্লোল দাশ। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর ও রাগবি কমিটির সম্পাদক প্রবীণ কুমার ঘোষ, রাগবি প্রশিক্ষক নাজমুস সাকিব শোভন, আজিজুল হাকিম মুন্না প্রমুখ। উল্লেখ্য উক্ত প্রশিক্ষণে ২০ জন শারীরিক শিক্ষক অংশগ্রহণ করেন।












