রাগবি রেফারিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

| বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ রাগবি ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত রাগবি রেফারীজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স গত ২০ ডিসেম্বর সমাপ্ত হয়। সিজেকেএস কনফারেন্স রুমে সমাপনি অনুষ্ঠানে সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। বাংলাদেশ রাগবি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও সিজেকেএস রাগবি কমিটির চেয়ারম্যান আ.ন.ম. ওয়াহিদ দুলালের সভাপতিত্বে এবং সিজেকেএস রাগবি কমিটির যুগ্ম সম্পাদক কল্লোল দাশের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সহ সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, রাগবি কমিটির সম্পাদক প্রবীণ কুমার ঘোষ।

পূর্ববর্তী নিবন্ধশাকিব-বুবলী একসাথে?
পরবর্তী নিবন্ধফ্রেন্ডস ক্লাব বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা সম্পন্ন