দেশের মাঠে রাগবির আন্তর্জাতিক সিরিজের শুরু ও শেষটা দুর্দান্ত জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই নেপালকে উড়িয়ে দেয় স্বাগতিকরা। আর্মি স্টেডিয়ামে মঙ্গলবার সকালে সেভেন এ সাইডের দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২০-০ পয়েন্টে হারায় বাংলাদেশ।
স্বাগতিক দলের অধিনায়ক নাদিম মাহমুদ সর্বোচ্চ ১০ পয়েন্ট অর্জন করেন। এছাড়া আনোয়ারুজ্জামান ও সোহেল আহমেদ অর্জন করেন ৫ করে পয়েন্ট। বিকালে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ। ১৯-০ পয়েন্টের জয়ে সেভেন এ সাইড ম্যাচের সিরিজে জিতে নেয় ২-০ ব্যবধানে।
দ্বিতীয় ম্যাচে নাদিম সর্বোচ্চ ৭ পয়েন্ট অর্জন করেন, আনোয়ারুজ্জামান ও ওবায়দুল ৫ করে পয়েন্ট অর্জন করেন। আজ বুধবার ফিফটিন এ সাইডের একমাত্র ম্যাচটি হবে। এই প্রথমবারের মতো ফিফটিন এ সাইড ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল দুই দলই।