শৃঙ্খল ভেঙে মুক্তির আলোয় ঝলমলিয়ে/ সূর্য ওঠে আকাশ জুড়ে বিজয়-ধ্বজা উড়িয়ে। ব-দ্বীপ তুমি সাগরের বুকে নিজ বলে বলীয়ান, দীপ্তি ছড়াও বাংলা নামে সারাদিনমান।
মুক্তির আলোয় ক্লিষ্ট মানুষ ওঠে জেগে, ভয়-ভীতি করেছ দূর বুকের মাঝে রেখে।
দেশ আশ্রয় দেশ শান্তি দেশ হল সম্মান, দেশই জীবন দেশই আপন রাখবো দেশের মান।