রাউজান হযরত এয়াছিন শাহ্‌ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৭:১১ পূর্বাহ্ণ

রাউজান হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ মার্চ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন ও বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের মত মানুষ হওয়ার জন্য শিক্ষার বিকল্প নেই। একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হতে হলে শিক্ষার্জনের পাশাপাশি সহপাঠক্রমিক শিক্ষা তথা সাহিত্যসংস্কৃতিক্রীড়া চর্চার সঙ্গে সংশ্লিষ্ট থাকা জরুরি। এর মাধ্যমে মানুষ সম্পূর্ণ মানুষে পরিণত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআল- জাবের ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধমছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ