রাউজান হবে দেশের শ্রেষ্ঠ উপজেলা

ঈদের শুভেচ্ছা বিনিময়কালে ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৯ মে, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজান হবে দেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা। চলতি বছরের মধ্যে এর বাস্তবতা দেশবাসী দেখতে পাবে। রাউজান-রাঙামাটি সড়কের চার লেইন প্রকল্প এখন দৃশ্যমান। গড়ে উঠবে পিংক সিটি উপশহর, কর্মযজ্ঞ শুরু হবে বিসিক শিল্পনগরে। চার লেইন সড়ক পথে লাগানো হবে ১০ হাজার উন্নত জাতের খেজুর চারা। এসব উন্নয়ন সম্ভব হচ্ছে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতার কারণে। পার্বত্য জেলার সীমান্তে প্রতিষ্ঠিত গিরীছায়া হবে এই সড়কের পথে ভ্রমণকারী দেশি বিদেশি পর্যটকদের জন্য বিশ্রামাগার। এটির উন্নয়নে নানামুখি পরিকল্পনা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাউজানের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, সাহাবুদ্দিন আরিফ, সরোয়াদ্দি সিকদার, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, প্রিয়োতোষ চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, নুরুল আবছার বাশি, কামরুল হাসান বাহদুর, কাউন্সিলর বশির উদ্দিন খান, জানে আলম জনি, সমীর দাশ গুপ্ত, জসিম উদ্দিন চৌধুরী, মুছা আলম খান, সৈয়দ হোসেন কোম্পানী, আজিজুল হক কোম্পানী, জিয়াউল হক সুমন, সারজু মোহাম্মদ নাছর, শওকত হোসেন, জিল্লুর রহমান মাসুদ, মোহাম্মদ আসিফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর বোর্ড বাজারে ছুরিকাঘাতে যুবক খুন
পরবর্তী নিবন্ধঅন্যরকম ঈদ