রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির মেশিন উদ্বোধন

চট্টগ্রাম সমিতি রিয়াদের উদ্যোগ

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের দীর্ঘদিনের পানির কষ্ট লাঘব হলো। সৌদি আরব ভিত্তিক মানবিক ও সেবামূলক সংগঠন ‘চট্টগ্রাম সমিতি রিয়াদ’ এর উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে একটি আধুনিক বিশুদ্ধ পানির মেশিন উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, সরকারি সেবার পাশাপাশি প্রবাসীদের এমন জনকল্যাণমূলক কাজ অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে হাসপাতালে আসা সাধারণ মানুষ নিরাপদ পানির সুবিধা পাবেন এবং এই ভালো কাজে মানবিকতার দৃষ্টান্ত হিসেবে মানুষের অন্তরে থাকবে চট্টগ্রাম সমিতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. অনুসেন দাশগুপ্ত, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), রাউজান স্বাস্থ্য কমপ্লেক্স, ইঞ্জিনিয়ার তানভীর সিকান্দার, প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সমিতি রিয়াদ। হাফেজ আবদুল্লাহ মোহাম্মদ উমর বিন সোলায়মানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি রিয়াদের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, উপদেষ্টা সাইফুদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক দিদারুল আলম চৌধুরী তারেক, যুগ্ম সম্পাদক রাশেদ চৌধুরী এবং প্রচার সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন সদস্য আরাফাত শাহারিয়ার এবং এই আয়োজনের অন্যতম সমন্বয়কারী জাহেদুল ইসলাম চৌধুরী। বক্তারা বলেন, চট্টগ্রাম সমিতি রিয়াদ প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন, তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতেই এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে এ ধরনের আরও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা। উল্লেখ্য, চট্টগ্রাম সমিতি রিয়াদ দীর্ঘ দিন ধরে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের পাশাপাশি চট্টগ্রামের স্থানীয় উন্নয়ন ও আর্তমানবতার সেবায় বিশেষ ভূমিকা রেখে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় প্রশাসন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-১১ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীকে স্বাগত জানিয়ে মিছিল