রাউজানে পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন বিদ্যুৎস্পৃষ্টে ও একজন সড়ক দুর্ঘটনায় মারা যান। অন্যদিকে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সীমান্ত সড়কে একটি চাঁদের গাড়ি খাদে পড়ে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
রাউজান প্রতিনিধি জানান, গতকাল শনিবার দুপুরে রাউজানে সড়ক দুর্ঘটনায় মারা যান মোহাম্মদ সজিব (২৩) নামে এক যুবক। তিনি পশ্চিম রাউজান মাঝিপাড়া কোরবান আলী হাজীর বাড়ির মো. জাহাঙ্গীরের পুত্র। স্থানীয় সূত্র জানায়, সজিব একটি দোকানের কর্মচারী। রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে হাফেজ বজলুর রহমান সড়কের হাজী পাড়া এলাকায় দুই সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন রাউজান উপজেলার ২ নম্বর ডাবুয়া ইউনিয়নের কলমপতি টিলা এলাকায় হামিদ হোসেন (১৮) নামে এক তরুণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার বাড়ি কক্সবাজার এলাকায় বলে জানা গেছে। তিনি কলমপতির কাদের মুন্সির মালিকানাধীন একটি মৎস্য প্রকল্পে চাকরি করতেন। অন্যদিকে শনিবার সকালে রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিনা গাজীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আব্দুল মোতালেব (৫৫) নামের অপর এক ব্যক্তি।
রাউজান থানা পুলিশের সঙ্গে এসব বিষয়ে কথা বললে থানার এসআই অজয় দেব শীল বলেন, ডাবুয়ায় এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। অন্য দুটি ঘটনা সম্পর্কে থানা পুলিশ অবহিত নয়।
রাঙামাটি প্রতিনিধি জানায়, রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সীমান্ত সড়কে একটি চাঁদের গাড়ি খাদে পড়ে মিনহাজুল করিম (২০) এবং মোহাম্ম নাঈম (২৩) নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় আরও একজন। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের সীমান্ত সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার দিকে একটি চাঁদের গাড়ি তিনজন যাত্রী নিয়ে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন থেকে রাজস্থলী উপজেলায় আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত এবং একজন আহত হয়। খবর পেয়ে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে আসে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে।