রাউজান ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১ নভেম্বর রাউজান মুন্সির ঘাটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি সুব্রত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ডা. দিপক সরকার। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, সংগঠনের উপদেষ্টা আহসান হাবিব চৌধুরী, তসলিম উদ্দিন, দিপলু দে, জিল্লুর রহমান মাসুদ, সাইফুদ্দীন, নাঈম উদ্দিন প্রমুখ।