রাউজান বিজয় মেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাতে রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।
সদস্য সচিব পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আবুল কাসেম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, প্রিয়োতোষ চৌধুরী, কাউন্সিলর বশির উদ্দিন খান, সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, সুমন দে প্রমুখ।
প্রধার অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, আমি বিশ্বাস করি বিজয়ের সুবর্ণজয়ন্তীর এই মাসে রাউজানের মুক্তিযুদ্ধের বিজয় মেলা এই প্রজন্মের ছাত্র যুবকদের দেশপ্রেম জাগাতে উদ্বুদ্ধ করেছে। অনেক বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ শুনে মানুষ মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ইতিহাস জেনেছে।