চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও রাউজান উপজেলা বিএনপি সাবেক সভাপতি মহিউদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহে… রাজেউন)। মহিউদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহম্মদ, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মঞ্জুরুল আলম, টিপু চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহবায়ক আনিসুর জামান সোহেল, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক, উত্তর জেলা স্বেচ্ছসেবক দলের যুগ্ম সম্পাদক ইউছুপ তালুকদার, রাউজান উপজেলা স্বেচ্ছসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুছা খানঁ মেম্বার ও সদস্য সচিব একরাম মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।